—এক মিনিট নিরবতা বনাম আমাদের সাংস্কৃতি—

লিখেছেন লিখেছেন Md Arif ২৬ মার্চ, ২০১৪, ০১:০০:০২ দুপুর



মৃতের বা শহীদদের স্বরনে "১বার

সূরা ফাতিহা, ৩বার সূরা ইখলাস আর কয়েকবার

দরুদ শরীফ পাঠ করে দোয়া করা"র সাংস্কৃতির

সাথে আমরা যত না পরিচিত তার চেয়ে অনেক

বেশী পরিচিত "১মিনিট নিরবতা"র

সাংস্কৃতির সাথে।

একজন মুসলিম হিসেবে হোক আর পৃথিবীর

দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের

অধিবাসী হিসেবে হোক, এই মুহূর্তে চরম

লজ্জার বিষয় এটাই যে, আমরা আমাদের

সাংস্কৃতি আর মুশরিকদের সাংস্কৃতির

তপাৎটাই বুঝলামনা।

আসুন আমরা মুশরিকদের সাংস্কৃতি পরিহার

করে আমাদের সাংস্কৃতিতেই শহীদদের আত্মার

মাগফেরাত কামনা করি,

"নিরবতা দিয়ে নয়,

সহৃদয়তা দিয়ে।

ফুল দিয়ে নয়,

আন্তরিক দোয়া দিয়ে।"

বিষয়: বিবিধ

৭৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198170
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৪
পুস্পিতা লিখেছেন : শুধু এটি নয় আরও অনেক অনেক অপসংস্কৃতি ঢুকে গিয়েছে আমাদের সমাজে।
198175
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০৭
ভিশু লিখেছেন : আসল সমস্যা হলো স্বকীয়তাকে বিকিয়ে দিয়ে, ভুলে গিয়ে, তথাকথিত জাতে ওঠার ভুল এবং ব্যর্থ চেষ্টা হিসেবে আমাদের অন্ধ অনুকরণপ্রিয়তা!
198220
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ১বার

সূরা ফাতিহা, ৩বার সূরা ইখলাস আর কয়েকবার

দরুদ শরীফ পাঠ করে দোয়া করা"র সাংস্কৃতির

সাথে আমরা যত না পরিচিত তার চেয়ে অনেক

বেশী পরিচিত "১মিনিট নিরবতা"র

সাংস্কৃতির সাথে।************************
মুসলমান লেবাসের মুরতাদরা যখন ক্ষমতায় থাকে তখনই ইসালামের এই ধরনের বিকৃতি ঘটে,যারা বর্তমানে ক্ষমতায় তাহারা কি মুসলিম....?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File